র্স্পোটস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ১০ উইকেটের রেকর্ড জয় পেল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে উইকেটের দিক থেকে এটাই টাইগারদের সবচেয়ে বড় জয়।
টস হেরে বল করতে নেমে সিলেটে স্বপ্নের দিন কাটিয়েছেন বাংলাদেশ পেসাররা। প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে প্রতিপক্ষের সবকটি উইকেট গেছে বাংলাদেশের পেসারদের ভাগে। এর আগে ইনিংসে পেসারদের নেওয়া সর্বোচ্চ উইকেট ছিল ৮টি। টাইগার পেসারদের তোপে ২৮.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আইরিশরা। জবাবে তামিম-লিটনে ১৩.১ ওভারেই জয় নিশ্চিত করে টাইগাররা।
তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ৩২ রানে ৫ উইকেট শিকার করা এই পেসারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের নবম পেসার তিনি।
অন্যদিকে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। আগের ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকানো মুশফিক তিন ম্যাচে দুই ইনিংস খেলে করেন ১৪৪ রান। স্ট্রাইরেকট ১৬৭.৪৪!
রানের হিসেবে মুশফিকের চেয়ে এগিয়ে ছিলেন লিটন দাস। তিন ম্যাচে তিন ইনিংস খেলে এই ওপেনার করেছেন দুই ফিফটিসহ ১৪৬ রান। তবে তার গড় ৭৩। স্ট্রাইকরেটও মুশফিকের চেয়ে কম, ১০৪.২৮। তাই সিরিজসেরার পুরস্কারটি উঠেছে মুশফিকের হাতে।