বিশেষ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর প্রতিশ্রত প্রকল্পের ৪র্থ পর্যায়ে সারা দেশে ভডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের মাঝে জমিসহ পাকাঘর প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬১টি ভূমিহীন পরিবার পেয়েছে তাদের স্বপ্নের নীড়।
জেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে ঘর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার ভূমি মাহাবুবুর রহমান, উপজেলা ভাইস-চেয়াম্যান ফরিদুল ইসলাম ফরিদ, মাহমুদা হাসান পলি, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির প্রমুখ।