আবদুল কাদিরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ছুরিকাঘাতে মোঃমোফাজ্জল হোসেন (২৮) ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। সোমবার (২০ মার্চ/২৩) দুপুর দেড়টার দিকে গৌরীপুর পৌর শহরে কলা-বাগান এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
আহত ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃহয়রত আলীর ছেলে।
ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী বলেন, দুপুরের দিকে আমার ছেলে পৌর শহরের কলাবাগান এলাকার বাসা থেকে বাজারে আসছিল। পথিমধ্যে স্থানীয় সন্ত্রাসী পাভেলসহ কয়েকজন তার ওপর পরিকল্পিত-ভাবে হামলা করে। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করার চেষ্টা হলে সেই আঘাত বামহাত দ্বারা প্রতিহত করে। এতে আমার ছেলের বাম হাতে রগকেটে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন সেখানেই চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১১ মার্চ ময়মনসিংহে সফর উপলক্ষে ১ মার্চ বঙ্গবন্ধু চত্তরে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রস্তুতি সভায় আমাকে ছুরিকাঘাত করে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন। এই হামলার ঘটনায় ২ মার্চ গৌরীপুর থানায় ১১ জনের নামে একটি মামলা হয়েছে। আমার ওপর ছুরিকাঘাতের ঘটনার ১৯ দিন পর ছেলেকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে। প্রতিপক্ষের সঙ্গে পূর্ব শত্রতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।