রফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট ময়মনসিংহ প্রতিনিধি:
সীমান্তবর্তী হালুয়াঘাট পৌরসভায় দ্বিতীয় বারের মতো মেয়র হলেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম ভূঞা।
বৃহস্পতিবার রাতে রির্টানিং কর্মকর্তা মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।দ্বিতীয় বারের মতো মো. খায়রুল আলম ১২১৩ ভোটের ব্যাবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা মো. আবদুল হামিদ কে পরাজিত করেছেন।
বৃহস্পতিবার পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১০ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল সারে ৪ টা পর্যন্ত প্রথম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট প্রদান করে পৌরবাসী। এবছর পৌর এলাকার ১৯ হাজার ৫৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৯ হাজার ২শত ৮৮ জন পুরুষ ও ৯ হাজার ৭শত ৬৬ জন নারী ভোটার রয়ছে।
শেষ পর্যন্ত ১০ টি কেন্দ্রের ফল গণনা শেষে খায়রুল আলম নৌকা প্রতীক নিয়ে ৫৪১৪ ভোট পেয়েছেন। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৪২০১ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন হালুয়াঘাট উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন তিনি জগ প্রতীকে ১৫১৭ ভোট পেয়েছেন। এবং ব্যবসায়ী নেতা নাদিম আহমেদ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৭১৫ ভোট।
সীমান্তবর্তী এই পৌরসভা গঠিত হয় ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর। কিন্তু সীমানা জটিলতা থাকায় দীর্ঘ ৪ বছর নির্বাচন কার্যক্রম বন্ধ থাকার পর সীমানা জটিলতা নিরসন শেষে ২০১৮ সালের ২৯ মার্চ প্রথম বারের
মতো অনুষ্ঠিত হয় পৌর নির্বাচন। এতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন মো. খায়রুল আলম ভূঞা। ওই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৪৪২৭ জন। এর মধ্যে ভোট প্রয়োগ হয়েছিল ১১১০৮ জন। শতকরা প্রায় ৭৭ শতাংশ । তিনি (নৌকা) প্রতীকে তিন হাজার ৮৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল হামিদ (ধানের শীষ) পেয়েছেন তিন হাজার ৫১ ভোট।