Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ১৫, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরের কাশিমপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান।

জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের ওয়েবসাইট, হাসপাতাল সফটওয়্যার ও কেপিজে ঢাকা জার্নাল অব মেডিকেল সায়েন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও মো. তৌফিক বিন ইসমাইল।

এ সময় স্নাতক সমাপনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়া কেপিজে হেলথকেয়ার ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর এমেরিটাস দাতো ডা. লোকমান সাইম।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন বলে জানা গেছে।