Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ১৪, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ও বিশ^সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছয় দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্তরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সমবায় কর্মকর্তা নিবেদিতা কর, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা ও মগটুলা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বসাহিত্য কেন্দ্র বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল জানান, আলোকিত মানুষ গড়তে ও নতুন প্রজন্মকে বইপ্রেমী হিসেবে গড়ে তুলতে সারাবছর দেশব্যপী আমরা বইমেলার আয়োজন করি।