Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ছেলের হাতে মা খুন

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ২, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ অফিস, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। পরে কুড়ালসহ ছেলেকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় বাবা বাদি হয়ে পুত্রের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুর রাশিদের স্ত্রী আকলিমা বেগম (৫৫) মঙ্গলবার রাতে নিজ বসত ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে ছেলে রকিবুল ইসলাম (২৮) কুড়াল নিয়ে ওই ঘরে প্রবেশ করে নিজের মায়ের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে বের হয়ে যায়। এমতাবস্থায় আকলিমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা জানান রকিবুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলো।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, ঘটনার পর ব্যবহৃত কুড়াল হাতে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন রকিবুল ইসলাম। খবর পেয়ে তাকে আটক করে পুলিশ। পরে রফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।