Durnitibarta.com
ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ১, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ অফিস, ময়মনসিংহ
আপন ভাইকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ময়মসিংহের ঈশ্বরগঞ্জের ইসমাইলকে দীর্ঘ ২০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। আসামী ইসমাইল উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারী গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

বুধবার ময়মনসিংহ র‌্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে পলাতক ইসমাইলকে গ্রেপ্তার করে র‌্যাব।

ময়মনসিংহ র‌্যাব-১৪’র সিনিঃ সহকারী পরিচালক আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০০৩ সালে আসামী ইসমাইল পারিবারিক বিরোধের জেরে তার নিজ ভাই ইব্রাহিম (৪০) কে পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করে। ২০১২ সালে আসামী মোঃ ইসমাইলকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ড প্রদান করে। এরপর থেকে আসামী ইসমাইল পলাতক ছিলো। বুধবার গ্রেফতারকৃত আসামীকে ঈশ্বরগঞ্জ থানায় হ¯ত্মাšত্মর করা হয়েছে।