আবদুল কাদির :
ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম’র সভাপতিত্বে শনিবার(২৫ ফেব্রুয়ারি/২০২৩)আসন্ন টিআরসি নিয়োগ পরীক্ষার আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পর্কিত বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং-এ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রিফিং অনুষ্ঠানে পুলিশ সুপার নিয়োগ পরীক্ষার সবগুলো স্তরে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কোনো ব্যত্যয় পরিলক্ষিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও সকলকে সতর্ক করেন। যেসব প্রার্থীরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে আসবে অতিস্বত্ত্বর তারাই পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে আবির্ভূত হবে, কাজেই তাদের সাথে ধৈর্য্য ও সহনশীলতার সাথে সুন্দর ব্যবহার প্রদর্শন করতে হবে যেন তারা বাহিনী সম্পর্কে ইতিবাচক মনোভাব ধারণ করে বলে পুলিশ সুপার নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে প্রত্যেক অফিসার স্ব স্ব অধীনস্ত ফোর্সকে নিজেদের দায়িত্ব সম্পর্কে বাস্তবমুখী ব্রিফিং এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।