ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে নব গঠিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের উপজেলা কমিটি। শুক্রবার বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক ভুইয়া দুলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান’র সাথে দেখা করে কুশল ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি- আবু সাইদ ফরিদ, সহ-সভাপতি- শামছু মিয়া, কলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক- রফিকুল ইসলাম রবি, ফিরোজ আলী খান, সাংগঠনিক সম্পাদক- আতিকুল ইসলাম পিয়াসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।