Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

স্কুল অব ফিউচার এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন ইউএনও – হাসান মারুফ

প্রতিবেদক
Editor
নভেম্বর ৮, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর উপজেলা প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে অচিন্তপুর ইউনিয়নের ড.এম আর করিম উচ্চ বিদ্যালয় (স্কুল অব ফিউচার) এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এসময় গৌরীপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব আইসিটি চর্চার অন্যতম কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। সবার মনোযোগ সহকারে ক্লাশে অংশ গ্রহণ করতে হবে। যাতে করে ভবিষ্যৎ জীবনে আইসিটি এ দক্ষতা কাজে লাগানো যায়। চাকুরী জীবনে আইসিটি দক্ষতার বিকল্প নেই।