মোঃরফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ধুরাইল ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসার আলীম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় মাদ্রাসা সভাকক্ষে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ধুরাইল ইউনিয়ন অনার্স স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ধুরাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল ওয়াহাব।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান,ধুরাইল ইউনিয়ন অনার্স স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সা. সম্পাদক রাশেদুল ইসলাম, আল আমিন, সহাকরী শিক্ষক খায়রুল আমিন সিদ্দিকীপ্রমুখ।