অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নিয়ন্তণ নিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক। চারশ ৪০ কোটি ডলারে টুইটার কেনার সব আনুষ্ঠানিকতা সেরে
প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালসহ বেশ কয়েকজন শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন মিডিয়া এবং প্রতিষ্ঠানের একজন বিনিয়োগকারী এ তথ্য জানিয়েছেন।
যদিও টুইটার এখনো নিযন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেনি, কোম্পানির একজন প্রাথমিক বিনিয়োগকারী বলেছেন যে চুক্তিটি সম্পন্ন হয়েছে। খবর বিবিসির।
মার্কিন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, কোম্পানির প্রধান নির্বাহী আগরওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল এবং ফার্মের শীর্ষ আইন ও নীতি নির্বাহী বিজয়া গাড্ডে আর কোম্পানির সাথে নেই।
রয়টার্স জানিয়েছে, চুক্তিটি বন্ধ হওয়ার পর আগরওয়াল এবং সেগালকে টুইটারের সান ফ্রান্সিসকো সদর দপ্তর থেকে বের করে দেওয়া হয়।
টুইটারের সহ-প্রতিষ্ঠাতা বিজ স্টোন ব্যবসায় তাদের ‘সম্মিলিত অবদানের’ জন্য আগরওয়াল, সেগাল এবং গাড্ডেকে ধন্যবাদ জানিয়েছেন।
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট অনুসারে শুক্রবার সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের শেয়ার লেনদেন থেকে স্থগিত করা হবে।
ইলন মাস্ক বলেছেন, তিনি মানবতাকে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনেছেন এবং তিনি চান সভ্যতার একটি সাধারণ ডিজিটাল টাউন স্কয়ার থাকবে।
এ সপ্তাহের শুরুর দিকে ইলন মাস্ক রান্নাঘরের সিঙ্ক নিয়ে টুইটারের সদর দফতরে সান ফ্রান্সিসকোতে হেঁটে যাওয়ার একটি ভিডিও টুইট করেছেন।
তিনি তার টুইটার প্রোফাইল পরিবর্তন করে লিখেছেন ‘চিফ টুইট’।