Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ইউসুফ খান পাঠানের মতবিনিময়

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ১৫, ২০২২ ৩:০১ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন:

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, অধ্যাপক ইউসুফ খান পাঠান ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউ পি সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাফির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন (ভার্চুয়াল), ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান,  ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুছ সাত্তার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ ফরিদ, মাহমুদা হাসান পলি। এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থেকে জেলা পরিষদ সদস্য প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক দুলাল, মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী, সাবেক জেলা পরিষদ সদস্য আঞ্জুমান আরাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।

মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠানকে আনারস প্রতীকে ভোট দেওয়ার সম্মতি পোষন করে সকলেই।