ময়মনসিংহ ৫ আসন আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এর স্বাক্ষরীত দলীয় প্যাডে এ নিয়োগ প্রকাশ করা হয়। জাপা চেয়ারম্যান জি এম কাদের নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা অনুযায়ী শাফিনকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন।
ময়মনসিংহের মুক্তাগাছা শহরের পয়ারকান্দি এলাকার বাসিন্দা সাবেক পৌর কমিশনার মৃত সিরাজউদ্দিন আহমেদের একমাত্র ছেলে সালাউদ্দিন আহমেদ মুক্তি ২ জানুয়ারি ১৯৭৩ সালে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মাধ্যমিক পাশ।
সালাহউদ্দিন আহমেদ মুক্তি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও দশম জাতীয় সংসদ সদস্য। সালাহউদ্দিন আহমেদ মুক্তি ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
সালাহউদ্দিন আহমেদ মুক্তি রাজনীতিতে সক্রিয় জাতীয় ছাত্র সমাজের মাধ্যমে তার রাজনীতি শুরু হয়। এরপর উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে। পরে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।