খাইরুল ইসলাম আল আমিন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তার উপর মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অর্থদন্ড করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এসময় আদালতকে সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ২ ব্যবসায়ীকে ১ হাজার করে মোট ২হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। পাশাপাশি এবিষয়ে অন্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়।