Durnitibarta.com
ঢাকাশনিবার , ১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সত্য ও নিষ্ঠার সাথে সংবাদ প্রকাশ করে যাচ্ছে দুর্নীতি বার্তা: আবু রায়হান

প্রতিবেদক
Khairul Islam Alamin
অক্টোবর ১, ২০২২ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

৭ বছরে পা রাখলো দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল দুর্নীতি বার্তা ডটকম। দুর্নীতি বার্তা-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় জনসেবা (বিসিপি) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু রায়হান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অনলাইন গণমাধ্যম দুর্নীতি বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে দুর্নীতি বার্তা ডটকম পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সংবাদের ব্যতিক্রম ও বিশ্লেষণধর্মী উপস্থাপন কৌশলের মাধ্যমে সংবাদপত্র জগতে অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে দুর্নীতি বার্তা। বিগত সময়ের ন্যায় পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে প্রতিষ্ঠানটি। সত্য ও নিষ্ঠার সাথে নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ প্রকাশ করে যাচ্ছে দুর্নীতি বার্তা।

দুর্নীতি বার্তা ডটকম অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় দুর্নীতি বার্তা-এর ভূমিকা প্রশংসার দাবিদার। আমি আশা রাখি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে দুর্নীতি বার্তা ডটকম। সফলতার ধারা অব্যাহত রেখে সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে যাবে দুর্নীতি বার্তা ।