Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রতিবেদক
Editor
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

মো.রফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর)সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানার সভাপতিত্বে প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার
বলেন,’তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন ,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর, অতিরিক্ত কৃষি অফিসার মো.সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু, উপজেলা তথ্য কর্মকর্তা রাফিজা আক্তার প্রমূখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, যে সংবিধান অনুযায়ী দেশ চলে আমরা অনেকেই এই সংবিধান সম্বন্ধে অবগত নই।