খাইরুল ইসলাম আল আমিনঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তারের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কেককাটা হয়েছে। বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার হলরুমে আলোচনা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে কেক কাটেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার ।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও রেজাউল করিম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার হাফিজা জেসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ ফরিদ, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌর নিবার্হী অফিসার জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ জলিল মড়ল, ঈশ্বরগঞ্জ মহিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম প্রমুখ।