এ শুধু তোমার পরাজয়
——–কোহিনূর আক্তার——–
কোনো এক মধ্য নিশিতে দগদগে অগ্নিদাহ
এসে সুখ স্বপ্নকে পুড়িয়ে দিল ।
অস্থির চিত্তে আঁখি দুটো অথৈ জলে ভেসে নিলো ।
বিষাদ মূর্তি আবছায়া আলোয়
রুমে ছোট্ট লাল বাতিতেও স্পষ্ট হলো।
একাকী মন প্রেমের ময়দানে তোমার তরবারিতে
ক্ষতবিক্ষত হয়ে মায়ার সরাব খুঁজে গেলো ।
একি তোমার প্রেম নাকি
তোমার প্রেমে ক্ষতবিক্ষত আহত কোনো প্রাণ ?
দিনের পর দিন অগ্নি দাহে পুড়ে সাজানো প্রেম
হৃদয়ের ব্ল্যাকবোর্ডে মৃত প্রেমের কঙ্কাল প্রদর্শনী হলো ।
এ কেবলি প্রেমের পরাজয় নয় ,
এ তোমার পরাজয়
শুধু তোমার পরাজয় ।