খাইরুল ইসলাম আল আমিনঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার ওই কমিটির অনুমোদন দেয়া হয়। সোমবার সন্ধ্যায় কমিটি প্রকাশের পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগ নেতা কর্মীগণ।
জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য রানা আহমেদকে সাধারণ সম্পাদক ও আবুল বাশার হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পদাক হুমায়ুন কবির।
কমিটিতে অন্যান্যরা হচ্ছেন- সহ-সভাপতি- ইয়াসিন আরাফাত, রিদম আহমেদ মোস্তাকিম, শেখ ওয়ালি উল্লাহ্ রাসেল, অর্ণব হোম চৌধুরী, ফরিদুল ইসলাম বাবু, আতিকুল ইসলাম দুলন, রাফিউল করিম মিঠুন, জাকিরুল ইসলাম রবিন, রাইকুল ইসলাম রাহুল, অলি উল্লাহ্, শাহ্ আলম, আতিকুর রহমান আতিক, মিজানুর রহমান সাগর, দেলোয়ার হোসাইন, আব্দুল্লাহ্ আল রাফি, জিয়াউল হক সামাদ, নূর হামিদ রুশো।
যুগ্ম সাধারণ সম্পাদক- আল আমিন আকন্দ, আল ইমরান গণি ভূঁইয়া হীরা, রিয়াজুল আলম শাহীন, মাহমুদুল হাসান সুমন, ওয়াহীব ইসতিয়াক পূর্ণ, মাহমুদুল হাসান রাকিন।
সাংগঠনিক সম্পাদক- আবুল বাশার হৃদয়, জাকারিয়া হোসাইন হিমেল, প্রীতিরাজ বর্মন অন্তু, তাজরিয়ান রাকিব, জিনেদিন জিদান, আরাফাত উল্লাহ্ নিলয়।