Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৩ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ: দুই জনের কমিটিতেই পেরিয়ে গেল সাত বছর

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ১৩, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিনঃ

বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কমিটি সভাপতি আর সাধারণ সম্পাদক দিয়েই পার হয়ে গেছে সাত বছর। এ কে এম ফরিদুল্লাহ ফরিদকে সভাপতি ও হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে, তৎকালনি কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক নাজমুল আলম, ২০১৫ সালের ২০ জুলাই এ কমিটির অনুমোদন দেন। গত সাত বছরেও এ কমিটি পুর্নাঙ্গ কমিটি করতে পারেনি তারা। এমনকি নেই পৌর ও সরকারি কলেজ শাখার কমিটি।

সভাপতি এ কে এম ফরিদুল্লাহ ফরিদ উপজেলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলা পরিষদ নিয়েই ব্যাস্ত সময় পার করছেন। এদিকে সাধারণ সম্পাদক হাসান মাহমুদ নিজের কাজে ঢাকা আর দেশের বাহিরেই থাকেন। যারফলে নেতৃত্বহীন হয়ে মুখ থুবরে পরেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
জানা যায়, দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থেকেও পদ পদবী না পাওয়ায় অনেকের বয়স পেরিয়ে গেছে। অনেকে আবার বিয়ে করে সংসার জীবন অতিবাহিত করছেন। অনেকে আবার আশা হারিয়ে যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগে ঢুকে রাজনীতির মাঠে থাকার চেষ্টা করছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী রানা আহমেদ ও আল আমিন আকন্দ জানান, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমাদের ঈশ্বরগঞ্জে অবহেলিত। কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ার পরেও নতুন কমিটি না দেয়ায় অনেকের মনেই অসন্তুষ্টি বাসা বেধেছে। আশা হারিয়ে ফেলছে অনেকেই। আমরা চাই যুগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি দেয়া হোক। যেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ রাজনীতির ময়দানে আবার সক্রিয় হতে পারে।

এ বিয়য়ে কথা কথা হলে উপজেলা ছাত্রলীগের সভাপতিও উপজেলা ভাইস-চেয়ারম্যান এ কে এম ফরিদুল্লাহ ফরিদ বলেন, আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে ছাত্র রাজনীতি করে আসছি। ঈশ্বরগঞ্জ পৌর ও উপজেলার শাখার সভাপতিও নির্বাচিত হয়েছি। কিন্তু দুঃখের বিষয় আমি উপজেলা শাখার সভাপতি হওয়ার পরেও উপজেলা কমিটি পুর্নাঙ্গ করতে পারিনি। জেলা ছাত্রলীগের বেশ কয়েকটা কমিটির কাছে আমি বার বার ধর্না দিয়েছি কিন্তু তারা কমিটিটা পুর্নাঙ্গ করে দেয়নি। আমি চাই যুগ্য নেতৃত্বের মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি নতুন কমিটি দেয়া হোক। আবার উজ্জীবিত হোক বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা।