নেত্রকোণায় হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি শাহিনুর আলমকে একমাস পর গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে নেওয়া হয়।
রবিবার সন্ধায় জেলা শহরের শাহ সুলতান রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিনুর আলম (৩৭) আটপাড়া উপজেলার মনিষা গ্রামের আলাল উদ্দিন খানের ছেলে।
নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গত ১ জুলাই সাড়ে ৩টার দিকে আটপাড়া উপজেলার তেলিগাতী বাজারে মাদক বেচাকেনার সময় একজনকে আটক করে। পরে হাতকড়া পড়ানোর সময় সে ধস্তাধস্তি করে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যায়।
সোমবার ডিবি পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।