Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১০ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিবেদক
Admin
জুন ১০, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে নেত্রকোণা সদর উপজেলার বাংলা এলাকায় শুক্রবার বিকালে ট্রেনে কাটা পড়ে সুরাইয়া আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত সুরাইয়া নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের শিমুলজানি গ্রামের আবুল কাসেমের স্ত্রী।

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সুরাইয়া আক্তার কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চার সন্তান রয়েছে। সুরাইয়া পাশের গ্রামে তার বাবার বাড়ি যাবার জন্য বিকাল তিনটার দিকে বাড়ি থেকে বের হন। পরে বাংলা এলাকায় পেট্রোল পাম্পের কাছে রেললাইন পার হওয়ার সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সুরাইয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।