Durnitibarta.com
ঢাকাশনিবার , ৭ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দুই বাসের সংঘর্ষে নিহত ৬, আহত ২০

প্রতিবেদক
Admin
মে ৭, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ২০ জন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ন্যাশনাল এন্টারপ্রাইজের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।