Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জের সেই এসআই আরাফাত প্রত্যাহার

প্রতিবেদক
Admin
এপ্রিল ২৬, ২০২২ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে থানার ভিতরে আবু তাহের (৩২) নামে গ্রাম পুলিশকে পিটানোর অভিযোগে এসআই হোসাইন মোহাম্মদ আরাফাতকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রাতে এসআই হোসাইন মোহাম্মদ আরাফাতকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ রায়হানুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাজিরা দিতে আসা আবু তাহের নামে এক গ্রাম পুলিশকে পেটানোর ঘটনায় এসআই হোসাইন মোহাম্মদ আরাফাতকে প্রতাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে সোমবার (২৫ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় হাজিরা দিতে গেলে গ্রাম পুলিশকে পেটায় এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত। এই ঘটনায় ওই দিন বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন আবু তাহের।