ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভুমিহীন ও গৃহহীন ৪৬ টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। ২৬ এপ্রিল বুধবার জেলা পরিষদ অডিটোরিয়ামে ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেল স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুুদ হাসান সুমন, ইউএনও হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমান, উপেজলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, ওসি আব্দুল কাদের মিয়া, উপেজলা প্রকৌশলী তৌহিদ আহাম্মেদ, প্রকল্প কমর্কতা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, কৃষিবিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উপেজলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ইউপি চেয়ারম্যান জুবের আলম কবির রূপক, আজিজুল হক ভুঞা মিলন, শিহাব উদ্দিন আকন্দ, যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমন, বিভিন্ন দপ্তরের কমর্কতা, রাজনৈতিক সামাজিক সংগঠনে নেতাকর্মী বৃন্দ।