Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জ থানার এসআই কর্তৃক গ্রাম পুলিশকে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদক
বার্তা বিভাগ
এপ্রিল ২৫, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার এসআই হোসাইন মোহাম্মদ আরাফাতের বিরুদ্ধে গ্রাম পুলিশকে পিটানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলা জাটিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ আবু তাহের সাপ্তাহিক হাজিরা দিতে থানায় এসে ওই নির্যতনের শিকার হয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।

জানা যায়, জাটিয়া ইউপি’র ৯নং ওয়ার্ডের পানান এলাকার গ্রাম পুলিশ আবু তাহের সোমবার থানায় হাজিরা দিতে আসলে এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত ‘জাটিয়া ইউনিয়ন থেকে কে আসছে?’ জানতে চাইলে গ্রাম পুলিশ তাহের উপস্থিত হয়, পরে এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত তাকে কলার ধরে ভিতরে নিয়ে লাঠিপেটা করে তার মোবাইলটি নিয়ে যায়। এসময় তাহের মোবাইল ফোনটি ফেরত চাইলে এসআই আরাফাত হুমকি দিয়ে বলেন ‘এই মুহূর্তে তোর নামে জিডি করা হবে এবং তোর চাকুরি খেয়ে ফেলবো’।

পরে তিনি এর প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন। এবিষয়ে ইউএনও হাফিজা জেসমিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি বিভাগীয়ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন পুলিশ সুপারের কার্যালয়ে ছিলাম। আমার কাছে কোন অভিযোগ আসেনি তবে শুনেছি ইউএনও অফিসে অভিযোগ জমা দেয়া হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত এসআই হোসাইন মোহাম্মদ আরাফাতের সাথে কথা হলে তিনি তাহেরকে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, একটি মামলার তদন্তের জন্য তাকে ফোন করেছি কিন্তু সে রিসিভ করেনি। সুটিয়া বাজারে তাকে থাকার কথা বলি কিন্তু সেখানেও যায়নি। তাই তাকে একটু ধমক দেয়া হয়।