Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের ইফতার

প্রতিবেদক
বার্তা বিভাগ
এপ্রিল ২৫, ২০২২ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় আনন্দ মোহন কলেজ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ, উপাধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং রমজান মাসকে ইসলামী রীতি অনুযায়ী পালন করার তাগিদ দেন।

দোয়া মাহফিলে দেশকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে ও ছাত্রলীগের অভিবাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।