Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বয়সে ছোট পুরুষদের প্রতি কেন আকৃষ্ট হচ্ছেন নারীরা? যা বলছে সমীক্ষা

প্রতিবেদক
Khairul Islam Alamin
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

কথায় আছে প্রেম মানে না বয়স, মানে না কোনো ধরাবাঁধা নিয়ম। তবে প্রেমে পড়ার ক্ষেত্রে নিজস্ব কিছু পছন্দ অপছন্দ থাকেই। সাম্প্রতি এক সমীক্ষা বলছে, মধ্যবর্তী বয়সে দাঁড়িয়ে একঘেয়েমি দূর করতে পরকীয়া সম্পর্কে জড়ান নারীরা। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ বয়সে ছোট পুরুষ সঙ্গী।

একঘেয়েমি দূর করাই মূল লক্ষ্য নয়। জীবনের ফেলে আসা দিনগুলোতে পৌঁছে যেতেই কম বয়সি পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান তারা। ৪০ বছর ছুঁইছুঁই বয়সী নারীদের এই মানসিকতার পিছনে আরও কিছু কারণ ব্যখ্যা করা হয়েছে সমীক্ষায়। সেগুলো হল-

১. আত্মবিশ্বাস বাড়াতে বয়সে ছোট পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত হন অনেকে। বয়সের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের সঙ্গীকে সন্তুষ্ট করতে পারার আনন্দ ভোগ করেন তারা।

২. শুধু মানসিক চাপ দূর করতেই না, শারীরিক সম্পর্কও নারীদের এখানে ক্ষেত্রে একটি বিষয়।

৩. বয়সে ছোট পুরুষের উদ্দীপনা ভীষণ পছন্দ করেন মহিলারা। সাময়িকভাবে জড়িত হলেও, এমন ব্যক্তিত্বের পুরুষ পছন্দ বয়সে বড় নারীদের।

৪. কমবয়সি পুরুষের শারীরিক গঠন এবং ব্যক্তিত্বও আকৃষ্ট করে বয়সে বড় মহিলাদের।