Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিকায় বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

প্রতিবেদক
Khairul Islam Alamin
জানুয়ারি ৭, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন তিন বাংলাদেশি শান্তিরক্ষী। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওহাম-পেন্ডে প্রদেশে বোহংয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনাস্কা।

এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনাস্কা। টুইটে বলা হয়, রাস্তায় পেতে রাখা মাইন বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।