Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৯ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ২৯, ২০২৩ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে ঈশ্বরগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সহকারী কমশিনার (ভূমি) মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ভেটেরিনারি সার্জন ডা.পল্লব বৈশ্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ আল-আমীন প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু যে শান্তিপ্রিয় মানুষ ছিলেন এটা প্রমাণস্বরূপ তিনি এ পদক পেয়েছিলেন। আজ বঙ্গবন্ধুর কন্যাও সেই শান্তি প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছেন। এর আগে সাংস্কৃতিক পরিবেশনায় শিল্পকলা একাডেমির শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবকরা অংশ নেন।