Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা নিয়ে তুরস্কের পথে বাংলাদেশের বিমান

প্রতিবেদক
বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে উদ্ধারকাজ চালাতে একটি দল ও মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহনের একটি বিমান ঢাকা ছেড়েছে। বুধবার রাতে বিমানটি ছেড়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিমান বাহিনীর ১৪ জন ক্রু-সহ সর্বমোট ৬১ জনের একটি দল, প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল ও ওষুধ রয়েছে বিমানটিতে। একইদিন রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে পাঠানো বার্তায় জানানো হয়, ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা প্রেরণের সিদ্ধান্ত হয়। তারই ফলশ্রুতিতে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান তুরস্কে পাঠানো হচ্ছে। বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আবু হেনা আল মামুন অর রশিদ মিশন কমান্ডারের দায়িত্ব পালন করবেন। আর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সার্বিক নির্দেশনায় মিশনটি পরিচালিত হবে। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-এর এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে সহায়তাকারী দলকে বিদায় জানান। সহায়তা প্রদান শেষে সি-১৩০জে পরিবহন বিমানটি ১৬ ফ্রেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবে।