মোঃরফিকুল্লাহ চৌধুরী (মানিক)হালুয়াঘাট প্রতিনিধি :
দেশের করোনা পরিস্থিতির কারনে বন্ধ রয়েছে সকল সরকারি, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এতে মহা বিপাকে পড়েছে হালুয়াঘাটের মাইক ও ডেকোরেটর ব্যবসায়ীরা। একদিকে বন্ধ রয়েছে আয়, আর আরেকদিকে ফুরিয়ে এসেছে জমানো টাকা। ফলে মানবেতর জীবন যাপন করছেন তারা।
৩০ বছর বয়সী মোহাম্মদ সুজন মিয়া চাকরি করেন ডেকোরেটরের দোকানে। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেয়ার একমাত্র ভরসা তিনি। কিন্তু গেল তিন মাস দোকান বন্ধ থাকায়, সুজনের বেতনও বন্ধ।
একই অবস্থা হালুয়াঘাটের সব ডেকোরেটর ব্যবসা সংশ্লিষ্টদের। করোনায় সব ধরণের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আয়োজন বন্ধ থাকায় কঠিন বিপদে তারা।
হালুয়াঘাটের শাকুয়াই বাজারের স্বর্নালী ডেকোরেটর্স মালিক ব্যবসায়ী শ্যামল চন্দ সরকার বলছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে তাদের।
তিনি আরো বলেন ছোট বড় ব্যবসায়ীর হিসাব অনুযায়ী, হালুয়াঘাটে ডেকোরেটর পেশায় জড়িত আনুমানিক ৭০০শতরেও বেশি মানুষ।