দুপুরে শহরের ১৪নং ওয়ার্ড চরপাড়া মোড় থেকে লাশকাটা ঘর পযন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট অভিযান করা হয়। এই অভিযানে শহরের ফুটপাতে অবৈধ দোবানপাট, রাস্তার উপর হোটেল রেস্তোরার জ্বলন্ত চুলা রাখা, হোটেলের খাবার মান, রান্নাঘরের পরিবেশ উপযুক্ত কিনা, রাস্তার উপর নির্মান সামগ্রী রাখা, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাব এইড হাসপাতাল রাস্তার উপর তাদের স্হাপনা তৈরী করা, ফুটওভার ব্রীজের নিচে দখল করে পথচারীদের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বিভিন্ন বিষয় নিয়ে অভিযান করা হয়।
অভিযানে নেতৃত্বদেন নিবার্হী ম্যাজিস্ট্রেট রাকিব উল আহসান, খাদ্য ও সেনিটারী কর্মকর্তা দীপক মজুমদার, সেনিটারী ইন্সপেক্টর জাবেদ ইকবাল সহ পুলিশ কর্মকর্তাগন। এ সময় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক উজ্জল অভিযানের সাথে ছিলেন । অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যহৃত থাকবে বলে জানান নিবার্হী ম্যাজিস্ট্রেট।