বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৭ সেপ্টেম্বর/২৩) দুপুরে উপজেলা প্রশাসন এ আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান’র সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন
স্থানীয় সরকার অধিদফতের সহকারী প্রকৌশলী এবিম মনির, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির,ও ঝর্ণা ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলুয়ার হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.নেলসন ফ্রান্সিস পালমা,মৎস কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।অনুষ্ঠানে বক্তরা স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।
এসময় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি সুধীমহল অংশ নেন।