Durnitibarta.com
ঢাকারবিবার , ১৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে ১৭ ও ১৮ নভেম্বর চালু হচ্ছে ইজতেমা

প্রতিবেদক
বার্তা বিভাগ
নভেম্বর ১৩, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আবুল কাশেম রুমন, সিলেট:

সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে ১৭ ও ১৮ নভেম্বর চালু হচ্ছে ইজতেমা (আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ) এ ইজেতমার আয়োজন করে। সংগঠনের ৭৭ বছর পূর্তি উপলক্ষে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ফজরের নামাজের পরপরই শুরু হবে এ ইজতেমা। পরদিন (১৮ নভেম্বর) বাদ জুম্মা সংগঠনের আমির মুফতি মাওলানা মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভীর মুনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

মাওলানা শাব্বীর আহমদ বলেন, ‘১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের ছয় দফা কর্মসূচি হচ্ছে- ইসলামের দাওয়াত, সংগঠন, সুশিক্ষা, আত্মশুদ্ধি, সৃষ্টিজগতের সেবা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা।

সংগঠনের পথচলার ৭৭ বছর পূর্তিতে সিলেটে দুই দিনব্যাপী ইজতেমার আয়োজন করতে যাচ্ছে। এরই মধ্যে অনুষ্ঠানস্থল সাজানো, নিরাপত্তা ব্যবস্থা, আগত মুসল্লিদের থাকা-খাওয়া ও সব সুযোগ-সুবিধাসহ প্রায় ৯০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমায় লক্ষাধিক মুসল্লি জমায়েত হওয়ার আশা করা যাচ্ছে।