Durnitibarta.com
ঢাকাবুধবার , ১২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সমাবেশ সফলের লক্ষে তারাকান্দায় যুবদলের লিফলেট বিতরণ

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ১২, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল (ময়মনসিংহ) তারাকান্দা :

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গন-সমাবেশ সফলের লক্ষে তারাকান্দা উপজেলা যুবদলের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু,সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব।

তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডলের সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল,আজিজুল হাই সোহাগ,যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান, মোস্তাফিজুর রহমান মোস্তাক,সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম,ফরিদ আহমেদ আকন্দ,সাবেক মেম্বার তরিকুর রহমান রাশেদ,যুবদল নেতা রায়হান,ফরিদ আহমেদ,মোশারফ ও সাঈদ আকন্দ,শাহজাহান প্রমূখ।

উল্লেখ্য আগামী ১৫ অক্টোবর শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নি:শর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্ববধায়ক সরকারের দাবী,জ্বালানী তেল,চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি ও আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা ও হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।