Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

প্রতিবেদক
Editor
মে ১২, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের গফরগাঁওয়ে গলায় লিচুর বিচি আটকে জুনায়েদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ মে/২৩) দুপুরের দিকে উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই গ্রামের আশরাফুল আলমের ছেলে।
যশরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে নানাবাড়ি থেকে আনা লিচু খাচ্ছিল জুনাইদ। এসময় লিচুর বিচি গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি খুব দুঃখজনক।