Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জাতীয় পার্টির দুই গ্রুপের অনুষ্ঠান স্থগিত করল প্রশাসন

প্রতিবেদক
বার্তা বিভাগ
নভেম্বর ১৮, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:

ময়মনসিংহে জাতীয় পার্টির দুই গ্রুপের শনিবারের অনুষ্ঠান স্থগিত করেছে প্রশাসন। শনিবার ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির রওশন এরশাদ গ্রুপের কর্মী সমাবেশ ও জিএম কাদের গ্রুপের দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল।

শুক্রবার বিকালে বেগম রওশন এরশাদপন্থি ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম ও জিএম কাদেরপন্থি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, শনিবার নগরীর টাউন হল মাঠে বেলা ১১টায় বেগম রওশন এরশাদপন্থিরা জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশ এবং একই স্থানে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের ডাক দিয়েছিলেন গোলাম মোহাম্মদ কাদেরপন্থি নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে দুই গ্রুপের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে ।

এক বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি সম্মেলন স্থগিতের ঘোষণা দেন।

তৃণমূল নেতাকর্মীরা মনে করেন জাতীয় পার্টি আবারো দ্বি-খণ্ডিত হবে এমন সংকেত দেখা যাচ্ছে।