Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৫ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

প্রতিবেদক
বার্তা বিভাগ
নভেম্বর ২৫, ২০২২ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক

ময়মনসিংহে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৫ টায় মেলার উদ্বোধন করা হয়। ময়মনসিংহের কাচারি ঘাট প্রাঙ্গণে মেলাটির আয়োজন করে দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি । উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোহাম্মদ এনামুল হক। উদ্ধোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক বলেন , মেলায় যেন কোন ধরনের জুয়া ,হাউজি, অশ্লীলতা না হয় তার দিকে লক্ষ রাখতে হবে।

তবে আমি ময়মনসিংহে বেশ কিছু অনুষ্ঠান উপভোগ করতে দেখেছি, সেখানে কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বা কোন ধরনের অস্থিরতা পায়নি। মেলা আয়োজক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লক্ষ্য রাখবেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার,মাছুম আহাম্মদ ভূঁইয়া পিপিএম, মহানগর আওয়ামী লীগের সভাপতি,এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমূখ। মেলায় অসংখ্য ষ্টল রয়েছে ।উদ্বোধনের প্রথম দিনেই মেলায় আগত মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।