বিশেষ প্রতিনিধি, জাহাঈীর আলম।। ময়মনসিংহের ভালুকায় ৯ম শ্রেণীর ছাত্রী রিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী রিপনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ জানান, গত এক বছর আগে ভালুকার বাটাজোর এলাকার আব্দুর রশিদের মেয়ে রাখিয়া সুলতানা রিয়ার সঙ্গে টাঙ্গাইলের সখিপুরের মানিক মিয়ার ছেলে রিপনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের ১৫দিন পর বিদেশ (সৌদি আরব) চলে যায় রিপন। কিছুদিন পর রিয়া জানায়, সে আর স্বামীর সংসার করবে না। এবং কাবিনের ৮ লাখ টাকা দাবি করে।
বিদেশ থেকে রিপন জানতে পারে রিয়া অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। এসব বিষয় জানতে পেরে রিপন কাউকে না জানিয়ে ২ অক্টোবর দেশে চলে আসে। ৯ অক্টোবর দুপুরে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাওয়ার পথে রিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় রিপন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে আসামি রিপনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যার দায় স্বীকার করেছে বলে পুলিশ সুপার জানান। বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।