Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় কালবেলার পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ১৭, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি।। বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে ১৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাব ভালুকা কার্যালয়ে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

কালবেলা পত্রিকার ভালুকা প্রতিনিধি শেখ আজমল হুদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শাহ্ আশরাফুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজ্বি আব্দুর রহমান, আ’লীগ নেতা সিরাজ মাষ্টার, উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক দেশ রূপান্তর ভালুকা প্রতিনিধি শাহ্ মো. আলী আজগর, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ভোরের ডাক প্রতিনিধি শাহ মো. আকরাম হোসেন, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী স্বপন, দলিল লেখক সাইফুল ইসলাম খান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মীর ফাহাদ, বণিক বার্তা প্রতিনিধি মোরশিদুল আলম, জবাবদিহি প্রতিনিধি আবু তায়েব, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আলোকিত সকাল প্রতিনিধি শিপন রানা ভোরের আকাশ প্রতিনিধি হাবিবুর রহমান। তরফদার, মুক্তিযুদ্ধার সন্তান মনিরুজ্জামান, শেখ এনামুল হাসান প্রমুখ। কেক কাটা শেষে ভালুকা গফরগাঁও সড়কে র‌্যালি বের করা হয়।