আবদুল কাদিরঃ
ময়মনসিংহে বৃষ্টিতে ভিজে পবিত্র ঈদুল আজহার সালাত আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৯ জুন/২৩) সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৪৫ সকাল থেকে ছাতা হাতে বা বৃষ্টিতে ভিজে মানুষ ঈদগাহে আসে। মহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভ, মানুষের কল্যাণ ও বিশ্ব শান্তির প্রত্যাশায় দোয়া করেন মুসল্লিরা।
ঈদের সালাত পড়ান মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। সালাতে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সিটি মেয়র মোঃইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ও পুলিশ সুপারসহ প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া, ময়মনসিংহের প্রায় দুই হাজার স্থানে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজাহার সালাত।