Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় পর্যায়ে দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলা ও আলোচনা সভা উদ্বোধন

প্রতিবেদক
Editor
মার্চ ১৪, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন বৈশাখী মঞ্চে মঙ্গলবার দুই দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃশফিকুর রেজা বিশ্বাস।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিদুলইসলাম,জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. ফারহানা নূর চৌধুরী,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃমোস্তাফিজার রহমান।এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় দপ্তরসমূহের প্রধানগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।