Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
Khairul Islam Alamin
জানুয়ারি ২৬, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষাক্রম ২০২৩, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়ণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে পৌর শহরের মধ্যবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ লোকমান হাকিম, ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি হাফেজ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জুবায়ের প্রমুখ।

উক্ত মানববন্ধনে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ স্কুল কলেজের ছাত্র ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে উপজেলা শিক্ষা অফিসে স্মারক লিপি প্রদান করা হয়।