Durnitibarta.com
ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
নভেম্বর ১১, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা।

সুর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০ টায় বিজয় ৭১ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে আওয়ামী যুবলীগের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আজাদ হোসেন ভূইয়া পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন, বজলুর রহমান, সদস্য আবুল মনসুর, ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। বিএনপি-জামাতের অবৈধ হরতাল, অবরোধ, অগ্নি সংযোগ, খুন ও নৈরাজ্য প্রতিহত করতে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে শেখ হাসিনার ভ্যান গার্ড বাংলাদেশ আওয়ামী যুবলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।

পরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।