স্টাফ রিপোর্টার:
বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরো এক যুবক। শুক্রবার রাত ৯টার দিকে বগুড়া -নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি নওগাঁ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। অপরজনের পরিচয় জানা যায়নি। গুরুতর আহতের নাম সাগর হোসেন (২৮)। তিনি নওগা সদর উপজেলার হাবিব সাকিদারের ছেলে।
জানা গেছে, দুর্ঘটনার শিকার তিন যুবক মোটরসাইকেলযোগে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে বারমাইল এলাকায় গার্ডেন ভিউ হোটেলের সামনে মোটরসাইকেলটি নওগাঁগামী একটি ট্রাককে ওভারটেক যায়, এসময় বগুড়াগামী একটি কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মহাসড়কে পড়ে গেলে ট্রাক তাদের চাপা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যায়। গুরুতর আহত অপর এক যুবককে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
কাহালু থানার ওসি আমবার হোসেন বলেন, নিহত দুজনের মধ্যে একজনের পকেটে থাকা কাগজ অনুযায়ী তার নাম আব্দুল্লাহ বলে জানা গেছে। মরদেহ দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।
বগুড়া ছিলিমপুর ও মেডিকেল ফাঁড়ির এটিএসআই আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।