Durnitibarta.com
ঢাকাবুধবার , ৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় বকশীগঞ্জ যুবলীগ নেতা তাঁরার মৃত্যু

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ৫, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আসিফ খন্দকার, (জামালপুর) বকশিগঞ্জ:

জামালপুরের ইসলামপুর উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখামুখি সংর্ঘষের ঘটনায় বকশীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম তারা নিহত হয়।

জানা যায়, ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকায় পেট্রোল পাম্পের সামনে মঙ্গলবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখামুখি সংর্ঘষ হয়।তখন একটি মোটরসাইকেলে থাকা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম তারাসহ ২জন আহত হয়। পরে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরে তারার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে আব্দুল আলিম তারার মৃত্যু হয়। এদিকে অপর মোটরসাইকেল আরোহী তারার মৃত্যুর সংবাদ শুনেই হাসপাতাল থেকে পালিয়ে যায়।

ইসলামপুর থানার এসআই আকরাম হোসেন জানান, নিহত আব্দুল আলিম তারা ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে উঠার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হয় । পরে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ স্থানান্তর করা হয়। ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে নান্দিনা এলাকায় তার মৃত্যু হয়।

তারার মৃত্যুর খবর শুনে গভীর সমবেদনা জানান জামালপুর ১আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম বিজয় সহ নেতা কর্মীরা।