Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৩:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আল ইমরান, নেত্রকোনা: চলতি বছর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলা বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নির্বাচন করেন।

কমিটির সভাপতি জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও সদস্য সচিব তাহমিনা খাতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত
এক প্রজ্ঞাপনে তাঁকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এ উপজেলায় যোগদানের পর থেকেই মেধা, যোগ্যতা আর দায়িত্ববোধের প্রমাণ দিয়ে তিনি জয় করে নিয়েছেন উপজেলাবাসীর মন।

উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকল বিদ্যালয়েই শহিদ মিনার স্থাপন এবং একই রঙে রংকরণ, বিদ্যালয় ভবনের ছাদ পরিষ্কারকরণ, সংশ্লিষ্ট শিশুদের গড় উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এসেম্বলি, মা সমাবেশ, শিক্ষার্থীদের মধ্যে আইসিটি ক্ষেত্রে ধারণা ও দক্ষতা বৃদ্ধির জন্য আইসিটি উপকরণ সরবরাহের ব্যবস্থা গ্রহণ, বৃক্ষরোপণ, বিদ্যালয়ের বাউন্ডারি তৈরি, মিড-ডে মিল চালু, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ, চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণে অগ্রণী ভূমিকা পালন, উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন ও পৃষ্ঠপোষকতা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, স্কুলের মাসিক সভায় নিয়মিত অংশগ্রহণ, শিক্ষার মান বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার,উপকরন বিতরন, ভালো খেলোয়াড়দের বিশেষ সংবর্দনা, শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বিষয়ক সহ বিভিন্ন কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন।

শিক্ষার মানোন্নয়নে উপজেলার প্রত্যেকটি বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, শুধুমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় আমি পূর্বধলা উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য সকলের পরামর্শ, সহযোগিতা প্রয়োজন । প্রাথমিক শিক্ষার উন্নয়নের মাধ্যমেই একটি জাতিকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার শক্ত ভিত তৈরি সম্ভব বলে তিনি মনে করেন।